নির্বাচন বানচালের চেষ্টা হলে সরকারের পরিণতি ভালো হবে না: সাইফুল হক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:০২ পিএম
ছবি : সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন বানচালের চেষ্টা হলে সরকারের পরিণতি ভালো হবে না। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “অভ্যুত্থানের কোনো শক্তি নির্বাচনকে বানচালের চেষ্টা করছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। যারা নির্বাচন বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সাইফুল হক আরও সতর্ক করে বলেন, “নির্বাচন বানচাল হলে দেশে সহিংসতা ও বিভাজন বাড়বে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।”
এ সময় তিনি নির্বাচন কমিশনের আরপিও সংশোধনীতে প্রার্থীদের খরচ ও জামানতের পরিমাণ বাড়ানোর সমালোচনা করেন। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস, এবং নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণসহ দশটি দাবির বাস্তবায়নের আহ্বান জানান।
এই বক্তব্যের মাধ্যমে তিনি একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জনগণের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।



