Logo
Logo
×

রাজনীতি

বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত

ছবি-সংগৃহীত

অবশেষে বরগুনা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে বুধবার এ কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের খবরে জেলার বিএনপির নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

জানাগেছে, গত ২০ আগষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের বরগুনা জেলা শাখার কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে বিতর্কিত মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ সমর্থিত কাষ্টম নুরুল ইসলামকে সভাপতি করা হয়। এছাড়া ওই কমিটিতে আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি একেএম আবুল কালাম সামসুদ্দিন শানুকে সহ-সভাপতি করা হয়। তার (শানু) বিরুদ্ধে মুক্তিযোদ্ধা তালিকার ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত করাসহ নানাবিধ অভিযোগ রয়েছে

এ ঘোষিত কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে এবং বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দের নজরে আসে। বুধবার তারা বিতর্কিত ও আওয়ামী লীগ সমর্থিত লোকজন দিয়ে গঠিত বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রিয় সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি স্থগিত করা হয়। কমিটি স্থগিতের খবরে বিএনপি নেতাকর্মী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

আমতলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মামুন (ভিপি) বলেন, বিতর্কিত ও আওয়ামীলীগ সমর্থিত লোকজন দিয়ে গঠিত মুক্তিযোদ্ধা কমিটি বাতিল করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ। তিনি আরো বলেন, বিতর্কিত মানুষ কখনোই দলের মঙ্গল বয়ে আনেনা। বিতর্কীত লোকজন বাদ দিলে বিএনপি সমমনা লোকজন দিয়ে নতুন করে কমিটি গঠনের আহবান জানান তিনি।

বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার বলেন, বিএনপি সমমনা লোকজন দিয়ে নতুনভাবে কমিটি গঠনের লক্ষ্যে বিতর্কীত ও আওয়ামীলীগ নেতাকর্মী দিয়ে গঠিত কমিটি স্থগিত করা হয়েছে। নতুন কমিটিতে কোন বিতর্কীত ও অন্য দলের লোকের জায়গা হবে না।

বরগুনা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের স্থগিত কমিটির সভাপতি কাষ্টম নুরুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেনি। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন