Logo
Logo
×

রাজনীতি

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৭ পিএম

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

ছবি-সংগৃহীত

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমতলী উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে দিবসটি বুধবার পালন করেছে। কর্মসুচীর মধ্য ছিল বর্নাঢ্য আনন্দ র‌্যালী ও পথসভা।

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে কয়েক হাজার নেতাকর্মী বর্নাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীতে আমতলী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাকিব প্লাজার সামনে শেষ হয়। পরে ওই স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাশির উদ্দিন তালুকদার, কামরুজ্জামান হিরু মৃধা, মকবুল আহম্মেদ খাঁন, তরিকুল ইসলাম টারজান, তোফাজ্জেল হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব জালাল খাঁন, আবুল বাশার, বিএনপি নেতা মশিউর রহমান, কাউন্সিলর সামসুল হক চৌকিদার, মাহবুব আলম রিপন ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক শফিউল বাসার লালন প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন