প্রথম কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা : আমীর খসরু
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
আমীর খসরু মাহমুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, দেশের মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজেদেরকে দেখতে পাচ্ছে। স্বপ্নগুলো কী? তারেক রহমানের এক নম্বর স্বপ্ন হচ্ছে দেশের মানুষের কর্মসংস্থান। তিনি বলেন, তারেক রহমান বলেছেন, ক্ষমতায় যদি দেশের মানুষ আমাদের সরকারের দায়িত্ব দেয়, তাহলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের চাকরির ব্যবস্থা করা হবে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) নগরীর আলমাস সিনেমার সামনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আয়োজিত বিএনপি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, এখন আমাদের প্রথম কাজ হবে গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে।
তিনি বলেন, নির্বাচনে বাধা দেয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা এবং আগামীতে মানুষের রাজনৈতিক-সংবিধানিক অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানার ভিত্তিতে আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক।
তিনি আরো বলেন, জনপ্রতিনিধিত্বমূলক সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষের চাওয়া-পাওয়ার কথাগুলো বলা সম্ভব হবে, যা এখন কেউ বলতে পারছে না। দেশের মানুষের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেয়া হয়েছে।
প্রধান বক্তার বক্তব্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম বলেন, আমরা এখন নির্বাচনের সড়কে ঢুকেছি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দেয়ার জন্য জনগণ উন্মুখ হয়ে আছে। দেশের মানুষ ধানের শীষের অপেক্ষায় আছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়াসহ অনান্যরা।



