মানিকগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
ছবি-সংগৃহীত
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা বিএনপি বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
মানিকগঞ্জ শহরের বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেন-বিগত সময়ে দেশবাসীকে সাথে নিয়ে বিএনপি ফ্যাসিস্ট-স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। এবার দেশবাসীকে সাথে নিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের অধিকার ফিরিয়ে দিতে কাজ করবে বিএনপি।
তিনি আরও বলেন,মানিকগঞ্জ থেকে আন্দোলনে যেভাবে নেতা-কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছেন, আগামী দিনেও ধানের শীষের বিজয়ের জন্য তারা কাজ করবেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, পিপি আ ফ ম নুরতাজ আলম বাহার, সত্যেন কান্ত পণ্ডিত ভজন, গোলাম আবেদীন কায়সার, রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ জাদু, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান জিন্নাহ, সদস্য সচিব রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান সজীব।
বক্তারা বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে বিএনপি আজও সংগ্রাম করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমাবেশে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে মানিকগঞ্জে বিএনপির প্রতি মানুষের আস্থা অটুট রয়েছে। তবে র্যালি ও সমাবেশের কারণে সাময়িক যানজট সৃষ্টি হওয়ায় জেলা বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়।



