Logo
Logo
×

রাজনীতি

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে বিএনপির প্রতিষ্ঠতা বার্ষিকী

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম

রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে বিএনপির প্রতিষ্ঠতা বার্ষিকী

ছবি-যুগের চিন্তা

রাঙ্গামাটি পার্বত্য জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার রূপকারি পাহাড়ি এলাকায় এক ব্যতিক্রমধর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ক্ষুদ্র জাতি গোষ্ঠীর ব্যানারে এই প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করে।

এই উপলক্ষে ক্ষুদ্র জাতি গোষ্ঠী র‌্যালী ও আলোচনা সভা করেছে। সোমবার এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক অলক বিকাশ চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী।

বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুল সামাদ ও সদস্য সচিব নাছির উদ্দিন, বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, পৌর তাঁতীদলের সভাপতি খিজির আহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার বিন নাছির মাচালং বাজার কমিটির সভাপতি ফুলেস কারবারি, রজত বিকাশ চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাচালং সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বিপাসু চাকমা, উপজেলা কৃষক দলের সদস্য মিহির চাকমা, রূপকারী ইউনিয়ন বিএনপি কর্মী আলো বিকাশ চাকমা, সাজেক ইউনিয়ন কৃষক দলেরসহ সভাপতি খুকু মনি চাকমা, খেদারমারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমিত কুমার চাকমা প্রমুখ। বক্তরা বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীদের অবমূল্যায়ন করব হয় বলে অভিযোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বাহারী বলেন, পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ, তিনি বলেন বিএনপি আগামী নির্বাচনে সরকার গঠন করলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রত্যেক পরিবারের জন্য রেশন কার্ড করে দেয়া হবে এবং সুযোগ সুবিধায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে অগ্রাধীকার দেয়া হবে জানান। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থীকে জয়ী করার জন্য ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ভোট দেয়ার আহব্বান জানান। ।

সভাপতির বক্তব্যে আলোক বিকাশ চাকমা বলেন, পাহাড়ি জনগোষ্ঠীকে সব সময় অবমূল্যায়ন করে আসছে তবে অবমূল্যায়ন হলেও আমরা ধানের শীষে ভোট দিব। আগামী বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীকে মূল্যায়ন করার আহবান জানান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন