আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হচ্ছেন নুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
ছবি : সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড।
সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নুরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তার অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে।
পরিচালক বলেন, “নাক ও চোয়ালের হাড় পুরোপুরি সেরে উঠতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। চোখে রক্তজমাটের সমস্যা কাটতে ১ থেকে ২ সপ্তাহ প্রয়োজন।”
তিনি আরও জানান, নুরকে স্বাভাবিক খাবার খেতে বলা হয়েছে, যদিও খাবার গ্রহণের সময় কিছুটা ব্যথা অনুভব করছেন তিনি। এছাড়া নাক থেকে রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালীতে চলে যাওয়ায় কাশির সঙ্গে রক্ত বের হয়েছে, তবে তা নিয়ে উদ্বেগের কিছু নেই।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে নুরের সার্বিক চিকিৎসা চলছে এবং তার অবস্থার উন্নতি আশাব্যঞ্জক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আজই তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।
নুরের দ্রুত সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন।



