বিএনপি সরকারে এলে প্রধানমন্ত্রী তারেক রহমান : ফখরুল
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ‘দেশকে রক্ষা করতে পারে কেবল বিএনপি’।
ফখরুল বলেন, “বিএনপিই একমাত্র রাজনৈতিক শক্তি যারা দেশকে রক্ষা করতে পারে। আমাদের মধ্যে তারেক রহমান রাজনৈতিক কাঠামোয় ৩১ দফা সংস্কার প্রস্তাব করেছেন, একইসঙ্গে অর্থনৈতিক কাঠামোতেও পরিবর্তনের দিকনির্দেশনা দিয়েছেন। এ দুটি মিলেই বাংলাদেশের জন্য নতুন ইতিহাস রচিত হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি এমন এক সময়ে জন্ম নেয়, যখন দেশে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিকে নতুন জাতীয়তা ও দর্শন দিয়েছিলেন। মুক্তমনা অর্থনীতির ভিত্তি গড়ে উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন।”
কিছু মহল নির্বাচনের পরিবেশ নষ্টের ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “এই নির্বাচনই এখন দেশকে রক্ষার একমাত্র বিকল্প পথ। অথচ এটাকে ব্যাহত করার চেষ্টা চলছে। বলা হচ্ছে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই— আমরা কারও হুমকির কাছে মাথা নত করব না।”
তিনি আরও যোগ করেন, “যে সংস্কারগুলোতে ইতোমধ্যেই ঐকমত্য হয়েছে, আমরা তা মেনে চলব। তবে জনগণের ভোটেই প্রতিনিধি নির্বাচিত হবে এবং সংসদ গঠিত হবে। বিএনপিই এ দেশে গণতন্ত্র ও উন্নয়নের প্রকৃত পথ দেখাতে সক্ষম।”



