Logo
Logo
×

রাজনীতি

ফ্যাসিস্ট আমলেও এমন হামলা হয়নি : মারিয়া নূর

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৮:০৫ পিএম

ফ্যাসিস্ট আমলেও এমন হামলা হয়নি : মারিয়া নূর

ছবি-সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের স্ত্রী মারিয়া নূর বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আট বছরেও নূরের ওপর এত নৃশংস ও ন্যক্কারজনক হামলা হয়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ডাকসু নির্বাচনসহ একাধিক হামলার শিকার হলেও বর্তমান প্রশাসনের সময়ে এ ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটবে— তা কল্পনাও করেননি।

রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি। এ সময় স্বামীর উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানান।

মারিয়া নূর বলেন, “আমার জীবনটা সম্পূর্ণ আলাদা। তারপরও মিডিয়ার সামনে আসতে বাধ্য হলাম। ৩০ তারিখের ঘটনাটি আমি লাইভ দেখছিলাম। কখনো কল্পনাও করতে পারিনি। স্তব্ধ হয়ে গেছি। কীভাবে বর্ণনা করব— সেই ভাষা খুঁজে পাচ্ছি না।”

তিনি আরও বলেন, “এই বাংলাদেশে গত আট বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে হামলা হয়নি। ডাকসু নির্বাচনে ছাত্রলীগ-যুবলীগ হামলা করেছিল। কিন্তু প্রশাসনের এই সময়ে এসে এমন হামলা হবে— আমার কাছে কল্পনাতীত।”

আশঙ্কামুক্ত নন নূর

নূরের শারীরিক অবস্থার বিষয়ে মারিয়া নূর বলেন, “ওর ব্রেন, নাক, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। ডাক্তাররা বলেছেন ৩৬ ঘণ্টা পর্যবেক্ষণের পর কিছু বলা যাবে। তার জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা ভালো নয়। এখনো চিকিৎসকরা বলছেন ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা সম্ভব নয়। অর্থাৎ তিনি এখনো আশঙ্কামুক্ত নন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন