Logo
Logo
×

রাজনীতি

আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে থাকবেন নুর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৭ এএম

আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে থাকবেন নুর

ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে আরও ৩৬ ঘণ্টা আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে চিকিৎসকরা। শনিবার (৩০ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের উচ্চ পরিষদ সদস্য আবু হানিফ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে চিকিৎসকরা জানিয়েছেন, নুরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখতে হবে আরও দেড় দিন। এরপর তার অবস্থা পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নেওয়া হবে।

গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নুরুল হক নুর আহত হন। জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল অতিক্রমের সময় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে নুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন।

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার নাকের হাড় ভেঙে গেছে এবং মাথায়ও আঘাত রয়েছে। তাকে আইসিইউতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

এর আগে শনিবার সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের চিকিৎসার জন্য ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার জ্ঞান ফিরেছে, তবে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলতে আরও সময় লাগবে।

এই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে, এবং নুরের দ্রুত সুস্থতা কামনা করছেন তার সমর্থকরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন