কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির হাট বৈঠক
রাজু মোস্তাফিজ,কুড়িগ্রাম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৮:১৭ পিএম
ছবি-যুগের চিন্তা
জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার খড়িবাড়ি হাটে শুক্রবার বিকেলে গণপরিষদ র্নিবাচন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার বিকেল ৫টার দিকে খড়িবাড়ী হাটে গিয়ে তারা লিফলেট বিতরণ করে গণ সংযোগ করে। পরে তারা খরিবাড়ি হাটে এক সভা করে।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্যসচিব এস এম শাহরিয়ার, যুগ্ন মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া ও উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।
বক্তারা বলেন ৫৪ বছরে অনেক নির্বাচন হয়েছে। স্বৈরাচারী ব্যবস্থার পর্রিবতন করতে পারেনি। রাজার ছেলে রাজা হয়েছে। প্রজার ছেলে প্রজা হয়েছে। আমরা এর পর্রিবতন চাই।
তারা আরও বলেন আমরা র্নিবাচনের বিরোধী নই। আমরা নতুন সংবিধান পর্রিবতনের র্নিবাচন চাই। নতুন সংবিধানের জন্য আমরা বুলেটের সামনে যদি আবার দাঁড়াতে হয় দাঁড়াবো।



