হাওরে স্পিডবোটে তারেক রহমানের ৩১ দফা প্রচার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম
ছবি-যুগের চিন্তা
কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী হাওরের বিভিন্ন এলাকায় স্পিডবোটে চড়ে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচার-প্রচারণা করেছেন।
শুক্রবার (২৯ আগস্ট) সকাল থেকে বিকাল অবধি হাওরের বিভিন্ন গ্রাম, হাট-বাজারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন ডা: লাকি। এসময় তার সাথে বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ইটনার পাঁচকাহানিয়া, বড়িবাড়ি বাজার, মৃগা বাজার, মিঠামইনের বৈরাটি, কাটখাল এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
-68b192f31a7d9.jpg)
লিফলেট বিতরণকালে অধ্যাপক ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি সাধারণ মানুষের পাশে সব সময় ছিলাম সামনেও থাকবো।
তিনি আরও বলেন, বিগত ১ যুগ ধরে ঢাকায় ও কিশোরগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছি। দল মনোনয়ন দিলে নির্বাচিত হলে হাওরে শতভাগ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে যেন কেউ বঞ্চিত না হয়।
ফজলুর রহমানকে নিয়ে ডা.ফেরদৌস আহমেদ চৌধুরী লাকী বলেন, ৩ মাস পদ স্থগিত করে উনাকে ওয়ার্নিং দিয়েছে এরপরও যদি সংশোধিত না হোন তবে তা অশনিসংকেত বয়ে আনবে। কেউই দলের জন্য অপরিহার্য না, যে দলের জন্য কাজ করবে তাকেই দল গ্রহণ করবে।



