Logo
Logo
×

রাজনীতি

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৪:২০ পিএম

ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা এই দেশটাকে উপহার দিয়েছেন: নুর

এই দেশটাকে উপহার দিয়েছেন ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করা হলো, তাকে ফজলু পাগলা বলে। অথচ তাকে সমালোচনা করার মতো যোগ্যতা প্রয়োজন তা তাদের নাই- এমনটাই মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নুর এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, দেশের বাইরে ইউটিউবার ও সোস্যাল মিডিয়ায় যারা ফ্যাসিবাদের সময় ভূমিকা রেখেছিলেন, এখন দেশে আসেন। কেন বাহিরে থাকবেন, বাহিরে থেকে এখন প্রপাগাণ্ডা ছাড়াচ্ছেন, এখন বিভিন্ন দেশের এজেন্ট হয়ে কাজ করছেন, এগুলো আমরা জানি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ফজলু ভাইয়ের অনেক বয়স হয়েছে। তার এই দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রয়েছে, যে স্বাধীন দেশে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আমি অন্তত পরিচয় দিতে পারছি বাংলাদেশের, বিদেশে লাল পাসর্পোট ব্যবহার করছি।

সেই দেশটাকে উপহার দিয়েছিলেন ফজলু পাগলাদের মতো মুক্তিযোদ্ধারাই।

তিনি বলেন, তাদের ভুল থাকতে পারে, তাদের নিয়ে সমালোচনা করতে পারি। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি। এই লোকটাকে যেভাবে অপমান-অপদস্থ করল।

ফজু পাগলা বলল। তার সমালোচনা করার যোগ্যতা অনেকেরই নাই।

নুর বলেন, শিশু এবং বয়স্কদের সাইকোলোজিতে একটু সমস্যা থাকে। তারা অনেক ক্ষেত্রে অবুঝের মতো আচারণ করে। আমাদের প্রতেক্যের বাসা বাবা-মা আছেন, বয়স্ক আত্মীয় স্বজন আছেন।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আমরা এখনো বিএনপি বা জামায়াত বলেন, অন্য পার্টি বলেন আমাদের মধ্যে তো বসার সুযোগ হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনার সুযোগ হয়। আমরা তো পার্টি ফরমে একটি অভিযোগ দিতে পারি। অথবা সংবাদ সম্মেলন করে ফজলুর রহমানের বিষয়ে ব্যবস্থা নেওয়া দাবি জানাতে পারি। তার ভুল বলায় আমাদের আসে যায় না, সে যদি বলে ৫ আগস্ট এটা হয়েছে তাতে কী যায় আসে।

নুর বলেন, ৫ আগস্ট মাস্টারমাইন্ড কারা মানুষ জানে, এদেশের মানুষ আত্মভোলা, সহজে ভুলে যায় সবকিছু। সময় মতো আমরা মনে করিয়ে দেব, প্রমাণসহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন