Logo
Logo
×

রাজনীতি

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪, ০৪:০০ পিএম

সন্ধ্যায় বাসায় ফিরছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ সন্ধ্যায় বাসায় ফিরছেন। বুধবার (২১ আগস্ট) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাতে মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান এ কথা জানান।

খালেদা জিয়া ৮ জুলাই থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ৮০ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট ইত্যাদি রোগে ভুগছেন।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন ঘটলে নির্বাহী আদেশে দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। তিনি পাসপোর্ট ফেরত পেয়েছেন। শারীরিক অবস্থা ঠিক থাকলে তার এ মাসের মধ্যেই চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার কথা রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন