Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট-গণপরিষদ চায় না বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১২:১৩ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট-গণপরিষদ চায় না বিএনপি

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট কিংবা গণপরিষদ গঠনের প্রস্তাবকে অবাস্তব মনে করছে বিএনপি। দলটির মতে, সনদ বাস্তবায়নে জনগণের সামনে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারই আইনের চেয়েও বেশি শক্তিশালী, তাই অতিরিক্ত সাংবিধানিক প্রক্রিয়ার প্রয়োজন নেই।

গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকে নেতারা অভিমত দেন— যেসব প্রস্তাব বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন নেই, সেগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব। আর সাংবিধানিক সংশোধনের বিষয়গুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদে তোলা উচিত।

বৈঠকে জুলাই সনদের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে বিএনপি অমীমাংসিত ১০টি বিষয়ে বিকল্প মতামত রাখার সিদ্ধান্ত নেয়। বিশেষ করে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া প্রস্তাবগুলোতে দলটির অবস্থান স্পষ্ট করা হবে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায়।

বিএনপি মনে করে, বহু ইস্যু নিয়ে তৈরি জুলাই সনদের ওপর গণভোটের যৌক্তিকতা নেই। একইভাবে দেশে সংবিধান বিদ্যমান থাকায় গণপরিষদেরও প্রয়োজন নেই। সূত্র জানায়, ঐকমত্য কমিশন বর্তমানে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে— যার মধ্যে রয়েছে গণভোট, গণপরিষদ বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব।

অন্যদিকে জামায়াতে ইসলামী গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে সনদ বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন আগে গণপরিষদ গঠনের দাবি তুলেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার সাংবাদিকদের বলেন, গণভোট ও গণপরিষদের দাবি মূলত রাজনৈতিক কৌশল। মাঠ গরম রাখার জন্য বিভিন্ন দল এসব ইস্যু সামনে আনছে। তিনি স্পষ্ট করেন, সংবিধানের ওপরে কোনো কিছুই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই। ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হলে তা পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হতে পারে।

জোট রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, জামায়াতের সঙ্গে কোনো জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন, তাদের সঙ্গে জোট হতে পারে। কয়েকটি ইসলামি ঘরানার দলের সঙ্গেও আলোচনা চলছে।

গুলশানে রাত সাড়ে ৮টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়সহ অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন