Logo
Logo
×

রাজনীতি

বাঞ্ছারামপুর আ’লীগ নেতা সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে

Icon

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম

বাঞ্ছারামপুর আ’লীগ নেতা সাবেক যুগ্ম সচিব সিরাজুল কারাগারে

ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক যুগ্ম সচিব ও বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. আমজাদ হোসেন এ তথ্য জানান।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন। আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ মার্চ সকাল ৫টা ২৫ মিনিটের দিকে পল্টন থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে ৫০-৬০ জন মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় মিছিল করেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এ ঘটনায় গত ২৬ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করে।

গত সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হিসেবে অবসর গ্রহণ করেন

২০০৪ সালে সম্মেলনের মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হনতিনি বর্তমানেও বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেনএছাড়া দুইবার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন