জুলাই অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কুশপুত্তলিকা দাহ কর্মসূচি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।
আজ রবিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করে তারা।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, ‘জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান গতকাল হাসিনার ভাষায় কথা বলেছে। তিনিও রাজাকার বলে সম্বোধন করেছেন। যারা জুলাই অভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি।’
তিনি আরও বলেন, ‘যারা আওয়ামীলীগের ভাষায় কথা বলে তাদের আমরা সহযোগী মনে করি না। ফজলুর রহমান শুধু গতকালই এমন মন্তব্য করেননি। এর আগেও এমন মন্তব্য করেছেন। কিন্তু এর বিরুদ্ধে কোনো দলীয় ব্যবস্থা নিতে দেখা যায়নি।
আজকে দেখেছে নামকাওয়াস্তে শোকজ করেছে। জানি না পরে আর কী হবে। শেখ হাসিনার মতো বিএনপিও মনে করে আমরা রাজাকারের বাচ্চা। আবিদুল ইসলাম ও হামিমকে প্রমাণ করতে হবে তারা কালো শক্তি নাকি জুলাইয়ের পক্ষের শক্তি।’
আরেক বক্তা বলেন,‘আমার বেশ কিছুদিন ধরে দেখছি মানসিক বিকারগ্রস্ত ফজলুর রহমান বিভিন্নভাবে মনোযোগ আকর্ষণ করার জন্য উল্টাপাল্টা কথা বলছে। তারেক রহমানকে বলতে চাই, আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আমাদের বলেন আমরা এসব মানসিক বিকারগ্রস্তদের চিকিৎসা করব।আমরা কামনা করি আপনি দেশে এসে দেশের হাল ধরুন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।’



