শেখ হাসিনাকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি পেতে হবে : মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার :
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৫৬ পিএম
ছবি-সংগৃহীত
বিগত ১৫ বছরে সংঘটিত গুম-খুনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শেখ হাসিনাকে অবশ্যই এ দেশে বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।
গুম হওয়া ভিকটিমদের স্মরণে আজ শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে বিগত সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়া ভিকটিম পরিবারের প্ল্যাটফর্ম ‘মায়ের ডাক’।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসনামলে যারা গুম হয়েছেন, যতদিন না তারা ন্যায়বিচার পান তাদের পরিবারের পাশে থাকবে বিএনপি।
তিনি বলেন, গুমের মতো ভয়াবহ অপরাধ আর হতে পারে না। এটি মানবতার সম্পূর্ণ পরিপন্থী অপরাধ এবং এ ধরণের অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমার দলের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে ছিলাম, আছি এবং গুম হওয়া ভিকটিম পরিবারের পাশে থাকব, যতদিন না আমরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিতে পারি।
গুমের শিকার ব্যক্তিদের পূর্ণাঙ্গ তথ্য এবং এ ঘটনার জন্য যারা দায়ী তাদের নাম প্রকাশের দাবি জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, অপরাধী যারা-ই হোক না কেন, যত ক্ষমতাবানই হোক না কেন, তাদেরকে প্রকাশ্যে আনতেই হবে। যেসব শিশু তাদের বাবাকে হারিয়েছে, বোনরা ভাইকে হারিয়েছে, মায়েরা সন্তান হারিয়েছে-তাদের সম্পর্কিত পূর্ণ তথ্য জনগণের সামনে আনতেই হবে।
শেখ হাসিনাকে অভিযুক্ত করে তিনি বলেন, এখন প্রমাণিত হয়েছে হাসিনাই এসব হত্যা ও গুমের জন্য দায়ী। তাকে অবশ্যই এ দেশে বিচারের মুখোমুখি হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।
গুম হওয়া পরিবারের প্রতি সাহস না হারানোর আহ্বান জানিয়ে বিএনপির এ নেতা বলেন, আপনাদের কারও মন খারাপ করার কিছু নেই। জনগণের আন্দোলন কখনও ব্যর্থ হয় না। তরুণ প্রজন্ম ও শিশুরা তাদের বাবার ও ভাইদের জন্য ন্যায়বিচার দেখতে পাবে।



