Logo
Logo
×

রাজনীতি

স্বার্থান্বেষী মহল ক্ষমতায় রয়েছে : চরমোনাই পীর

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৬:৫৯ পিএম

স্বার্থান্বেষী মহল ক্ষমতায় রয়েছে : চরমোনাই পীর

ছবি-সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন,‘গত বছর জুলাই-আগস্টে ছাত্ররা জীবন দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল এ দেশকে সুন্দরভাবে সাজানো। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থান্বেষী মহল ক্ষমতায় রয়েছে।

তিনি বলেন, ‘অন্যান্য দলের ছাত্র সংগঠন সন্ত্রসী, চাঁদাবাজ, খুন ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত আছে। এর থেকে ইসলামী ছাত্র আন্দোলনকে শিক্ষা নিয়ে ভালো একটা আদর্শ হিসেবে ইসলাম কি চায়, সেটা বাংলার জমিনের ভেতর বাস্তবায়ন করে দেখাতে হবে।’

চরমোনাই পীর বলেন, ৫৩ বছরেও দেশে কোনো সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা হয়নি। ৫৩ বছরে দেশে নির্বাচনের মাধ্যমে খুনি তৈরি হয়েছে, ফ্যাসিস্ট তৈরি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এ জন্য বলছি, আপনারা যেনতেন একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজি-লুটপাট ও সন্ত্রাসী করবেন; এটা কখনো আমাদের হুশ থাকতে মেনে নেব না, হতে দেব না।

শুক্রবার (২২ আগস্ট) রাজধানীর শাহবাগে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে বলছি, সংস্কার ও খুনিদের বিচারের পর নির্বাচনের ব্যবস্থা করার কথা ছিল। কিন্তু এখনো দৃশ্যমান কোনো মৌলিক সংস্কার দেখছি না, দৃশ্যমান কোনো বিচারও দেখি নাই। এগুলো দৃশ্যমান করতে হবে।’

রেজাউল করীম বলেন, ‘যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না সেটা কি দেশের স্বার্থে নাকি ব্যক্তি বা দলের স্বার্থে, সেটা আমরা জেনে ফেলেছি। আমরা পরিষ্কার করে বলছি, এই বিষয়টা দেশের জনগণের মতামতের কাছে পাঠিয়ে দিন, গণভোটের ব্যবস্থা করুন। ইতোমধ্যে ৭১ ভাগ মানুষ পিআর এর পক্ষে মতামত দিয়েছে। যে নির্বাচন আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, বিদেশে টাকা পাচার করবে, সেই ধরনের নির্বাচন আমরা হতে দেব না।’

তিনি আরও বলেন, ‘৩৪ বছর হয়ে গেল, কিন্তু আল্লাহর রহমতে ইসলামী ছাত্র আন্দোলনের গায়ে কোনো বদনামের ছায়া বা কালি এখনো লাগেনি। তোমাদের মাধ্যমেই এ দেশের অসহায় মানুষ মাথা উঁচু করে দাঁড়াবে এবংদেশ দুর্নীতি মুক্ত হবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন