সানজিদা তন্বীর সম্মানে গবেষণা সম্পাদক পদ খালি রাখল ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম
জুলাই আন্দোলনে গুরুতর আহত হন সানজিদা আহমেদ তন্বী। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী। তার প্রতি সম্মান জানিয়ে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল থেকে এ পদে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।
বুধবার (২০ আগস্ট) অপরাজেয় বাংলার পাদদেশে ঘোষিত ছাত্রদলের ২৮টি পদের প্যানেলে তাই ২৭ সদস্য রাখা হয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির জানান, তন্বীর প্রতি সংহতি ও সম্মান জানাতেই গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদ খালি রাখা হয়েছে।
এর আগে গত সোমবার নবাব নওয়াব আলী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তন্বী। ২০১৯-২০ সেশনের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের শিক্ষার্থী তন্বী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার ছবিটি সারা দেশে আলোড়ন তোলে।
এ পদে মনোনয়ন না দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। ফলে তন্বী এখন একাধিক ছাত্র সংগঠনের সমর্থন নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামছেন।



