রাঙ্গামাটিতে স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাঙ্গামাটি প্রতিনিধি :
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম
রাঙ্গামাটিতে বর্ণঢ্য ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে একটি র্যালী বের করা হয়েছে।
র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়েছে। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম-বিষয়ক সহ-সম্পাদক সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ এ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এতে বিশেষ অতিথি ছিলেন, সাবেক সাংসদ ও উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।



