Logo
Logo
×

রাজনীতি

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক তারেক রহমানের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০৯:০৮ পিএম

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের ডাক তারেক রহমানের

ছবি : সংগৃহীত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ যাতে চরমপন্থি ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে সেই প্রত্যাশা করে বিএনপি। এ জন্য সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের নাগরিকএই সত্যকে প্রতিষ্ঠা করতে চাইলে মানুষের ভোটাধিকারের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতার পক্ষে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে জবাবদিহিতামূলক অবস্থা তৈরি করা একান্তই প্রয়োজনএটি সম্ভব একমাত্র মানুষের ভোটের অধিকার রক্ষার মধ্যমে

  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন