Logo
Logo
×

রাজনীতি

ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা লন্ডনে সিজদা দিয়ে : নাসীরুদ্দীন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম

ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন প্রধান উপদেষ্টা লন্ডনে সিজদা দিয়ে : নাসীরুদ্দীন

লন্ডনে সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ শনিবার রাজধানীর বাংলামোটরে ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সেখান থেকেই ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। কিন্তু আমরা বলি, বাংলাদেশের মানুষের কাছেই সিজদা দিতে হবে। বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, তবে সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে।'’

তিনি বলেন, ‘যারা লন্ডনে সিজদা দিয়েছে তাদের কিবলা পরিবর্তন করে জনগণের দিকে করতে হবে। ঐক্যমত্য কমিশনের অনেকেই গুলশানের নানা ক্লাবে সিজদা দিয়েছে। যার কারণে তারা জুলাই সনদ বাস্তবায়নের পথে দিশেহারা হয়ে পড়েছে।'’

এনসিপির এ নেতা বলেন, ‘জুলাই ঘোষণাপত্র জনগণকে সঙ্গে নিয়ে ঘোষণা করা উচিত ছিল, কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঘোষণাপত্র ঘোষণা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।'’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সুদূর প্রবাসেই থাকতে হবে। অনলাইনেই রাজনীতি করতে হবে। দেশ স্বাধীন হয়েছে, জনগণের কাছে এসে রাজনীতি করতে হবে। তাহলে দেশের মানুষ সাদরে গ্রহণ করবে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন