Logo
Logo
×

রাজনীতি

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

Icon

পাবনা প্রতিনিধি :

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২১ পিএম

বিএনপির পক্ষে পাবনা-১ আসনে সাংবাদিক এম এ আজিজের প্রচারণা

ছবি-যুগের চিন্তা

বিএনপি ক্ষমতায় গেলে পাবনার বেড়া সাঁথিয়াকে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিএনপি নেতা সাংবাদিক এমএ আজিজ। শনিবার দুপুরে পাবনা ১ আসনের বিভিন্ন এলাকায় বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপির সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী এম এ আজিজ আরো বলেন, পাবনা- ১ আসনে দীর্ঘদিন জোটগত রাজনীতির কারণে ধানের শীষে ভোট দিতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। দলের হাইকমান্ডের নির্দেশে তিনি বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নেমেছেন।


সকালে সাঁথিয়া উপজেলার পাটগাড়ী গ্রামে সাংবাদিক এমএ আজিজের বাড়ি থেকে এক বিশাল মোটর শোভাযাত্রা বের করেন বিএনপির কর্মী সমর্থকরা। শোভাযাত্রাটি পাবনা ১ সংসদীয় আসনের বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

পথসভায় এমএ আজিজ বলেন, বেড়া-সাঁথিয়া বিএনপির ঘাঁটি। এ অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। গত ১৭ বছর ধরে তিনি গণমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ণ ও স্বৈরাচারী সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। পাবনা-১ আসনের মানুষের নির্যাতিত জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থী হতে চাই। মনোনয়ন পেলে আসনটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে পারবো

এ সময় তিনি স্থানীয় মানুষের কাছে বিএনপির সুশাসন ও উন্নয়ন পরিকল্পনা সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। প্রচারণা সভায় স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন