Logo
Logo
×

রাজনীতি

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে: গয়েশ্বর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৩:০৯ পিএম

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে: গয়েশ্বর

ছবি : সংগৃহীত

ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বিরাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর নয়াপলটনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এখনো গণতন্ত্র নাগালের বাইরে রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, নির্বাচন হবে। তবে ভোট গণনা না হওয়া পর্যন্ত নির্বাচন নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, তাই কোনো ফাঁদে পা না দিতে হবে।

খালেদা জিয়াকে জাতির অভিভাবক হিসেবে উল্লেখ করে গয়েশ্বর বলেন, তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, গণতন্ত্রের জন্য লড়াই করছেন। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরা দলীয়ভাবে আয়োজন করতাম।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনপ্রিয়তার কারণে আওয়ামী লীগ খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্রের সূচনা হবে।

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার জেল জীবনে নিপীড়নের সঙ্গে যারা জড়িত, তাদের বিচার হওয়া উচিত। তিনি আরও বলেন, বিশেষ একটি রাজনৈতিক দলের চাপে এবং নেতাকর্মীদের মতামত বিবেচনায় নিয়ে ২০০৮ সালের নির্বাচনে অংশ নিতে হয়েছিল বেগম জিয়াকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন