Logo
Logo
×

রাজনীতি

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

Icon

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:২৫ এএম

খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ (১৫ আগস্ট) বৃহস্পতিবার। দিনটি উপলক্ষ্যে সারাদেশে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তবে তার নির্দেশ অনুযায়ী কেক কাটা বা অন্য কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান থাকছে না।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয়ভাবে এবারও কেক কাটার কোনো আয়োজন থাকছে না।এবারের জন্মদিনে ঢাকাসহ সারা দেশে বিএনপির কার্যালয় ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হবে। কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সকাল ১১টায় এই দোয়া মাহফিল হবে। এছাড়া, পরিবারের সদস্যরা আজ তার সঙ্গে দেখা করবেন।

১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির তৃতীয় সন্তান। স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি এবং ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন