Logo
Logo
×

রাজনীতি

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র জমা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:৩৮ পিএম

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র জমা

ছবি-যুগের চিন্তা

আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি পন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১৭ জনের পূর্ণ প্যানেল ঘোষণা করেছে।

বর্তমান সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির এবং বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে ১৭ জনের পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র বুধবার (১৩ আগস্ট) দুপুরে বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল বারী ভূঁইয়ার কাছে জমা দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার মনোনীত এড.সরকার হুমায়ুন কবির ও এড.এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড.সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড.শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড.মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক পদে এড.হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে এড.আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড.রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড.মামুন মাহমুদ, সদস্য পদে এড.আনিসুর রহমান, এড.ফাতেমা আক্তার সুইটি, এড.তেহসিন হাসান দিপু, এড.দেওয়ান আশরাফুল ইসলাম ও এড.আবু রায়হান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এসময় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক এড.সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু, এড.রফিক আহমেদ সহ প্রমুখ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন