জাপার বহিষ্কৃত ৩ নেতার রংপুরে কুশপুত্তলিকা দাহ
রংপুর প্রতিনিধি :
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম
ছবি-সংগৃহীত
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বুধবার (১৩ আগস্ট) বিকালে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির জেলা ও মহানগরের নেতারা।
মিছিল শেষে জাতীয় পার্টির তিন নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করেছেন দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে ওই তিন নেতাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ অন্যান্য নেতারা।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘এরা একটি দালাল চক্র, যার মধ্যে রয়েছে রুহুল আমিন হাওলাদার, শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নু। যারা গত নির্বাচনে নিজেদের নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি ব্যবহার করেছে, তারা এখন জাতীয় পার্টিকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে আমরা সর্বদা প্রস্তুত আছি। সেই সাথে রংপুর বিভাগে এই দালাল চক্রকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
আমরা যেখানেই তাদের দেখতে পাবো, সেখানেই বাজপাখির মতো উড়ে গিয়ে রংপুরের রাজপথে যা করা প্রয়োজন তা করব।’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের পদত্যাগের দাবি জানিয়ে মোস্তফা বলেন, ‘এ ধরণের অযোগ্য কিছু উপদেষ্টা আজকে দেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। চর দখলের মতো বাংলাদেশ দখল হয়ে যাচ্ছে। একটি পর্যটন কেন্দ্র থেকে ট্রাকের মাধ্যমে হাজার হাজার টন পাথর তোলা হচ্ছে, কিন্তু কোনো বিচার হচ্ছে না, আইন শৃঙ্খলা নেই। ড. রিজওয়ানা হাসানের এক সেকেন্ডও ক্ষমতায় থাকা উচিত নয়; দ্রুত তার পদত্যাগ করা উচিত।’
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মোস্তফা বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। দেশের সাংবাদিকরাও বিরাট ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করছে। দিনের আলোয় সাংবাদিককে জবাই করে হত্যা করা হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। সাগর-রুনি হত্যা মামলারও বিচার হয়নি। এজন্য বলছি, এ দেশ কিভাবে চলবে তার জন্য একটি দিকনির্দেশনা প্রয়োজন। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।’
এর আগে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে সাবেক জাপা নেতা রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ ও মুজিবুল হক চুন্নুকে মীরজাফর উল্লেখ করে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।



