বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রত্যাহার ও দল থেকে বহিস্কার দাবি
কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম
ছবি-যুগের চিন্তা
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যকে কুরুচিপূর্ণ দাবি করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি তার বক্তব্য প্রত্যাহার না করা হয় তাহলে কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
তাই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে অবিলম্বে ফজলুর রহমানকে দলীয় পদ থেকে বহিস্কারসহ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন করেছে বিপ্লবী ছাত্র জনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা।।
গণ অভ্যুত্থানের নায়কদের নিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের কুরুচিপূর্ণ বক্তব্য ও সারজিস আলমের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলা দায়ের করার প্রতিবাদে আজ বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গণ অভ্যুত্থানকে অস্বীকার করে আন্দোলনকারীদের সন্ত্রাসীসহ বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছেন । আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ফজলুর রহমানকে তার এই বক্তব্য প্রত্যাহারের দাবী জানাচ্ছি। অন্যথায় কিশোরগঞ্জে তাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের কৃত মামলাকে মিথ্যা ও বানোয়াট দাবি করে ভবিষ্যতে অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে পুলিশ হত্যাসহ বিভিন্ন ধরণের হয়রানীমুলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন, যুগ্ন আহবায়ক রাতুল নাহিদ ভূইয়াঁ ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স। এছাড়াও সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক মুখপাত্র মানস সরকার উৎস, সিনিয়র যুগ্ন সদস্য সচিব ইয়াজ ইবনে জসিম, যুগ্ম সদস্য সচিব শামসুর রহমান, সদস্য আরিফুল ইসলাম রাফি, তামিম ইকবাল, মিয়াদ, দেলোয়ার নেওয়াজ ভূইয়াঁসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



