ছবি-যুগের চিন্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাত আসনে প্রার্থী ঘোষণা করেছে জেলা সমাজতান্ত্রিক দল (বাসদ)। মঙ্গলবার জেলা বাসদের সদস্য শ্যামল বর্মন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘোষণা অনুযায়ী, বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাজাহান আলী, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মাসুদ পারভেজ, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে সুরেশ চন্দ্র দাস মনো, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাইফুজ্জামান টুটুল, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বাবু সন্তোষ সিং, বগুড়া-৬ (সদর) আসনে অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে শহিদুল ইসলাম প্রার্থী হয়েছেন।
এর মধ্যে বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। ১৯৯০ সালের পর থেকে তিনি এই আসন দুটিতে প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছেন। এবারের নির্বাচনে খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে বাসদের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট দিলরুবা নূরী এবং বগুড়া-৭ আসনে শহিদুল ইসলাম।



