Logo
Logo
×

রাজনীতি

৩০০ আসনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:৫৫ পিএম

৩০০ আসনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রার্থীদের বাছাই এরই মধ্যে সম্পন্ন করেছে দলটি।

জানা গেছে, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, খুলনা ও সিলেটসহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা। আলোচনার মাধ্যমে প্রতি আসনে একজন করে প্রার্থী চূড়ান্ত করা হয়।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেন, ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ হওয়ায় সব মিলিয়ে ৩০০ আসনের প্রার্থী তালিকা দ্রুতই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কার আমাদের অগ্রাধিকার। আমরা পিআর পদ্ধতিতে উভয়কক্ষে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট থাকব।’

আগামী নির্বাচনকে সহিংসতামুক্ত ও সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করা জরুরি বলে মনে করেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারকে এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করতে হবে। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন