Logo
Logo
×

রাজনীতি

সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামীতে : তারেক রহমান

Icon

নওগাঁ প্রতিনিধি :

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম

সবচেয়ে কঠিন নির্বাচন হবে আগামীতে : তারেক রহমান

আগামী নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এ নির্বাচন ঘিরে বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তবে জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা গেলে সব ষড়যন্ত্র মোকাবেলা করা সম্ভব।

সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান একথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপিতে মানুষ আস্থা রাখতে চায়। যে কাজ করলে দেশ ও মানুষ উপকৃত হবে, তা বিএনপি করছে। অন্তর্বর্তী সরকার ঘোষিত ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে নির্বাচিত করবে বলে আশা করছি।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তারা দেশের চিন্তা না করে নিজেদের স্বার্থ উদ্ধার করেছে। তারা যখন দেশ লুটপাট করছিল, রাষ্ট্র মেরামতের জন্য তখন বিএনপি ৩১ দফা দাবি ঘোষণা করে। যারা এখন সংস্কার বলে দাবি তুলছে, তা বিএনপি আড়াই বছর আগেই তুলেছিল। বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে। কিভাবে ফসল উৎপাদন করতে হয়, কর্মসংস্থান বাড়ানো যায়, নারীশিক্ষা উন্নত করা যায় এবং শিল্প-কলকারখানা গড়ে তোলা যায়-তা বিএনপি জানে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) এস এম রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম ও এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সাবেক সভাপতি সামসুজ্জোহা খান, বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশাসহ অন্য নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন