Logo
Logo
×

রাজনীতি

দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৪ পিএম

দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে: মির্জা আব্বাস

ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের সার্বিক পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। তার ভাষায়, “দেশের অবস্থা হাসিনা ১২টা বাজিয়েছে, এ সরকার চব্বিশটা বাজায়ে দিসে।”

শনিবার (৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা—জাসাস আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।

মির্জা আব্বাস বলেন, “অনেক কিছু বলার আছে, কিন্তু এখন বলতে পারছি না। দেশের বিভিন্ন দিক দিয়ে কীভাবে ক্ষতি হয়েছে, কারা কোথায় আত্মসাৎ করেছে, কত টাকা লুট হয়েছে—সব তথ্য প্রমাণসহ আমার কাছে আছে। কিন্তু আমি এই অবস্থান থেকে এখন তা প্রকাশ করতে চাই না।”

তিনি অভিযোগ করেন, বিভিন্ন অপরাধের সঙ্গে উদ্দেশ্যমূলকভাবে বিএনপির নাম জড়ানো হচ্ছে। “যেখানেই খুন, লুটতরাজ, চাঁদাবাজি—সেখানেই বিএনপির নাম বলছে একটি দল। জনগণের সামনে আমাদের আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলছে। আমরা এসব খুব ভালোভাবে বুঝি,” বলেন তিনি।

জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) উদ্দেশ করে মির্জা আব্বাস বলেন, “আপনাদের যেমন ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে, আমাদেরও আছে। যদি জনগণ ভোট দেয়, আমরা ক্ষমতায় যাব। না দিলে মেনে নেব আপনাদের। কিন্তু আমরা ভোট চাই। গণতন্ত্রের জন্য গত ১৭ বছর ধরে বিএনপি আন্দোলন করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টে যারা হত্যাকাণ্ড চালিয়েছে, তারা প্রশাসনের লোক হোক বা সাধারণ মানুষ, শেখ হাসিনা হোক বা অন্য কেউ—তাদের বিচার হওয়া জরুরি। বিচার এবং নির্বাচন পাশাপাশি চলতে পারে। কিন্তু বিচারের আগে নির্বাচন হওয়া যাবে না—এমন কথা বলা ঠিক নয়।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ। সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন এবং গণ-অভ্যুত্থানে শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া। আলোচনা শেষে জাসাসের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন