গণঅভ্যুত্থানের নেতৃত্ব ও শহীদ পরিবার প্রাপ্য সম্মান না পেলে ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জন : হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০১:০৯ পিএম
ছবি - জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ
জুলাই গণঅভ্যুত্থানের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারকে উপযুক্ত সম্মান না দেওয়া হলে অন্তর্বর্তী সরকারের ‘ঘোষণাপত্র পাঠ’ অনুষ্ঠান বর্জন করার ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
গতকাল সোমবার রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
পোস্টে আমন্ত্রণপত্রের ছবি জুড়ে দিয়ে আব্দুল হান্নান মাসউদ লেখেন, ‘আগামীকাল জুলাই ঘোষণাপত্র প্রদান অনুষ্ঠানে দাওয়াতের কার্ড পেলাম। শুনেছি এই সরকার জুলাই অভ্যুত্থানের লেজিটিমেট বডি ১৫৮ জন সমন্বয়ক, সহ-সমন্বয়ককে দাওয়াত দিতে পারেনি। হয়তো কতগুলো আসন বসাবে কিন্তু ১৫৮ জনের জন্যে জায়গা হবে না। জানি না এই চেয়ারগুলোতে শহীদ পরিবারের জায়গা হবে কিনা! যাদের সাহসিকতায় আর নেতৃত্বে এই অভ্যুত্থান আর এই সরকার; বছর না পেরোতেই তারা মূল্যহীন।’
তিনি আরও লেখেন, ‘আমার সহযোদ্ধা, যারা মৃত্যুকে পরোয়া না করে হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে- তারা এবং সকল শহীদ পরিবার তাদের প্রাপ্য সম্মান না পেলে- আমি আব্দুল হান্নান মাসউদ ব্যক্তিগতভাবে জুলাই ঘোষণাপত্রের প্রোগ্রাম বর্জন করার ঘোষণা দিচ্ছি।’
প্রথম পোস্টের দুই ঘণ্টার পর আরও একটি পোস্ট শেয়ার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই মুখ্য সংগঠক। সেখানে তিনি লেখেন, ‘লাল জুলাই। আজ একবছর পূর্ণ হলো। আমরা আসলেই দেশটারে অনেক ভালোবাসি। এই নিখুঁত ভালোবাসাও প্রতিবারই প্রতারিত হয়ে আসছে....। আবার বিপ্লব হবে, সে বিপ্লব যেন বেহাত না হয়।’



