Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানব না: তাসনিম জারা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৭:১৪ পিএম

রাষ্ট্রের সংস্কার ছাড়া অন্য কিছু মানব না: তাসনিম জারা

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ছাড়া অন্য কোনো সমাধান গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

সোমবার (৪ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যে উদ্দেশ্যে গণঅভ্যুত্থান হয়েছিল, তা এক বছর পেরিয়ে গেলেও এখনো অর্জিত হয়নি। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রের সংস্কার হতেই হবে। সংস্কার ছাড়া অন্য কিছু মানব না।

ডা. জারা আরও বলেন, যে সংবিধান নিজের নাগরিককে গুম ও হত্যার অধিকার দেয়, সেই সংবিধান আমাদের প্রয়োজন নেই। যে পুলিশ নাগরিকের ওপর গুলি চালায়, সেই পুলিশ নতুন বাংলাদেশে থাকতে পারে না। কিন্তু রাষ্ট্রীয় বাহিনী বা পুলিশের সংস্কার কতদূর এগিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রে প্রকৃত গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত না হলে জনগণের অভ্যুত্থান বারবার ঘটবে। এনসিপি এই আন্দোলনকে শেষ না হওয়া একটি ঐতিহাসিক দায়িত্ব হিসেবে দেখছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন