কুড়িগ্রামে গণ-অভ্যুত্থান দিবস বাস্তবায়ন কমিটির সভা
কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৮:২০ পিএম
ছবি-যুগের চিন্তা
ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসসমুহ পালনের নিমিত্ত জেলায় গঠিত বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ২৪' জুলাই - আগষ্ট এ " ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদদের স্বরণে ৫ আগস্ট আলোচনাসভা, সমাধিতে শ্রদ্ধার্ঘ নিবেদন ও দোয়াসহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
রোববার (৩ আগস্ট) বিকাল ৪ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বাস্তবায়ন কমিটির সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা, জেলা জামায়েত সেক্রেটারী মাওঃ নিজাম উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান মিজান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, সাইফুল ইসলাম, রাশিদুল ইসলাম রাশেদ, আব্দুল্লাহ আল মুজাহিদ, তৌহিদুজ্জামান তৌহিদ, মাসুদ রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।



