Logo
Logo
×

রাজনীতি

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের আহ্বান জামায়াতের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পিএম

৫ আগস্ট দেশব্যাপী গণমিছিলের আহ্বান জামায়াতের

ছবি- সংগৃহীত

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামী ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানান, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট মঙ্গলবার দেশের সব মহানগর ও জেলা শাখায় গণমিছিল অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণমিছিল আয়োজন করতে চাই। এজন্য দলের সব জেলা ও মহানগর সংগঠনের প্রতি প্রস্তুতি গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

পরওয়ার দেশের সাধারণ নাগরিকদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। পাশাপাশি গণমিছিল নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন