Logo
Logo
×

রাজনীতি

চর লরেন্স ইউনিয়নে বিএনপির সভাপতি মীর শিব্বির, সম্পাদক মোরশেদ

Icon

লক্ষ্মীপুর প্রতিবেদক :

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ০৮:৩৫ পিএম

চর লরেন্স ইউনিয়নে বিএনপির সভাপতি মীর শিব্বির, সম্পাদক মোরশেদ

লক্ষ্মীপুরের কমলনগরের চর লরেন্স ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠিত হয়েছে। কাউন্সিলরদের গোপন ব্যালট ভোটের মাধ্যমে সভাপতি পদে মীর শিব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক পদে মো. মোরশেদ আলম নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে কমলনগর কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মীর শিব্বির আহমেদ ‘আনারস’ প্রতীক নিয়ে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মামুনুর রশিদ ‘ছাতা’ প্রতীকে ২১৮ ভোট পান

সাধারণ সম্পাদক পদে মো. মোরশেদ আলম ‘ফুটবল’ প্রতীকে ২৯৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন চৌধুরী ‘মাছ’ প্রতীক নিয়ে ১৪৪ ভোট পান।

নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। কাউন্সিলরের পাশাপাশি নেতা-কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

নির্বাচিত সভাপতি মীর শিব্বির আহমেদ ভোট দিয়ে তাকে সভাপতি নির্বাচিত করায় সকল কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বলেন, দলকে আরো সুসংগঠিত করতে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

সাধারণ সম্পাদক মোরশেদ আলম সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দলীয় ভোটাররা আমার উপর যে আস্থা রেখেছেন , তা ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। দল ও নেতা-কর্মীদের জন্য নিবেদিত হয়ে কাজ করবো। এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে লরেন্স ইউনিয়নের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন