Logo
Logo
×

রাজনীতি

হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

Icon

পঞ্চগড় প্রতিনিধি :

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৬:২২ পিএম

হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

ছবি- যুগের চিন্তা

শেখ হাসিনাকে আশ্রয় দেয়া সহ ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা।  মঙ্গলবার ( ২৯ জুলাই) দুপুরে পঞ্চগড় জেলা শহরের জাগপা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। 

পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন জাগপা পঞ্চগড় জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহসভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহাম্মদ বেলাল। এ সময় বক্তারা জানান, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে। 

আগস্ট বিপ্লব পরবর্তী তিন শতাধিক আন্দোলনে নেপথ্যে ষড়যন্ত্র ছিলো ভারতের।  তাই অবিলম্বে ভারতীয় ষড়যন্ত্র বন্ধ করাসহ শেখ হাসিনাকে ফেরত এনে বিচারের দাবি জানান তারা। একই সাথে শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিবাদ ও তাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেড়াও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানান তারা। এর আগে শহরের বিভিন্ন মার্কেটের দোকান ব্যাবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন