গুম কমিশনে অগ্রগতি নেই, নির্বাচিত হলে পুনর্বাসনের আশ্বাস দিলেন বিএনপি মহাসচিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০১:৩২ পিএম
ছবি : সংগৃহীত
গুম কমিশনের কার্যক্রম আশানুরূপ অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পুনর্বাসনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ আয়োজিত ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচিটি ‘জুলাই গণঅভ্যুত্থান’ কেন্দ্র করে মাসব্যাপী আয়োজনের অংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং পরিচালনায় ছিলেন সাংবাদিক জাহিদুল ইসলাম রনি। বক্তব্য দেন অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মির্জা ফখরুল বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে কোনো সংস্কারই সফল হয় না। রাজনৈতিক পরিবর্তনে অনেকে উচ্চপদ লাভ করেছেন, কিন্তু যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার এখনো অনিশ্চয়তায়।”
তিনি আরও বলেন, “গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সম্ভব না হলেও, তাদের সন্তানদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। আগামী দিনে রাষ্ট্রকে আরও মানবিক ও জবাবদিহিমূলক করতে হলে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে।”



