Logo
Logo
×

রাজনীতি

জাতীয়তাবাদী শক্তিকে ষড়যন্ত্র থেকে রক্ষার আহ্বান জয়নুল আবদীন ফারুকের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম

জাতীয়তাবাদী শক্তিকে ষড়যন্ত্র থেকে রক্ষার আহ্বান জয়নুল আবদীন ফারুকের

ছবি - সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৃহত্তম নোয়াখালী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক

যে কোনো ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। 


শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বৃহত্তম নোয়াখালী ফোরামের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।
জয়নুল আবদীন ফারুক বলেন, বিএনপি সরকার গঠনে যখন শতকরা ৮৫ শতাংশ নিশ্চিত, জনগণ আমাদের সমর্থন দিচ্ছে তখনই গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র থেকে জাতীয়তাবাদী শক্তিকে রক্ষা করতে হবে। আমার প্রবাসী ভাইয়েরা যেভাবে রেমিট্যান্স দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলেছেন আপনারা যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াবেন। অর্থ দিয়ে নয়, মন দিয়ে, শক্তি দিয়ে আপনারা সফলতা এনে দেবেন।


তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে যান। ঐক্য বজায় রাখেন। বেশি সময় নাই। ড. ইউনূস বাংলাদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারেন- আমার বিশ্বাস, পৃথিবীর সব দেশের রাষ্ট্রনায়কদেরও বিশ্বাস; সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী দল, জিয়ার দল, খালেদার দল, তারেকের দল ক্ষমতায় আসবে। সরকারও গঠন করবে।


এ সময় তিনি বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করার প্রতিবাদ জানান।
জয়নুল আবদীন ফারুক বলেন, বাংলাদেশ চলে সারাবিশ্বের রেমিট্যান্সের টাকায়। রেমিট্যান্স যোদ্ধারা রাজনীতি করবে, এমপি হবে, তোমার বাপের কী! তারা দেশের নাগরিক, সেখানে খেটে খায়, টাকা পাঠায়। তাদের নিয়ে কথা বলা ঠিক না। কেউ কথা বলুন সেটাও আমি চাই না। এটাই আমাদের দল বিশ্বাস করে।


আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু রাসেলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন আবুধাবি বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মামুন।


সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মো. সালাউদ্দিন, ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদ চৌধুরী, নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আবু ইউসুফ রানা, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ রাব্বি শিমুল।


এ সময় আরো উপস্থিত ছিলেন শাহামা বিএনপির সভাপতি আবুল কালাম, ইউএই যুবদলের সহসভাপতি জানে আলম, শারজা যুবদলের সভাপতি মানিকুল ইসলাম, আল আইন যুবদলের সভাপতি নিজামুদ্দিন, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি রবিউল হাসান রাসেল, আবুধাবি স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা আবুল কালাম, মোসাফফা যুব দলের সভাপতি মো. শাজাহান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আমেনা বেগম ও প্রকৌশলী মোস্তফা কামাল প্রমুখ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন