Logo
Logo
×

রাজনীতি

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০১:৫১ পিএম

অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি গণতান্ত্রিক বাম ঐক্যের

ছবি - রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশের সাম্যবাদী দলের কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ

জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষার পরিপন্থি ও সর্বক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। এই দাবিতে আগামী ৩ আগস্ট সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল.) কার্যালয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

নেতারা বলেন, দ্রুত নির্বাচনকালীন জাতীয় সরকার গঠনসাপেক্ষে ড. ইউনূস সরকারের জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগের কোনো বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব হারুন রশীদ খান। বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এম.এল.) সভাপতি হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. শামসুল আলম ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে বলা হয়, এই সরকারের প্রায় এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটে চলেছেচাঁদাবাজি, ছিনতাইধর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে মব সন্ত্রাসজনগণের জানমালের নিরাপত্তাসুশাসন অনিশ্চিত

নেতারা আরও বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন করে ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে। তার অধীনে অবাধ নিরপেক্ষ নির্বাচন করা অসম্ভব। প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টা এক বছরে তাদের সম্পদের হিসাব না দিয়ে অনৈতিক কাজ করে চলেছেন। এখন আর তাদের ক্ষমতা আঁকড়ে থাকার কোনো অধিকার নেই।

সংবাদ সম্মেলন থেকে জাতীয় ঐকমত্য কমিশনের নামে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করা হয়। একইসঙ্গে জাতীয় ঐকমত্য কমিশন বাতিলের দাবি করা হয়। বলা হয়, সকল রাজনৈতিক দলের উচিত জাতীয় ঐকমত্য কমিশন বয়কট করা এবং বাতিল চাওয়া।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন