Logo
Logo
×

রাজনীতি

সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্তি চায় এবি পার্টি

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম

সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্তি চায় এবি পার্টি

ছবি সংগৃহীত

সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্তি চায় এবি পার্টি এর আগে কমিশনের পক্ষ থেকে এনসিসির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা থেমে যায়। মঞ্জু বলেন, শুরুতেই নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে।

সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কমিটি গঠন এবং পদ্ধতি সংবিধানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করার বিষয়ে এবি পার্টি জোরালো মত দিয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘শুধু নির্বাচন কমিশনই নয়, সব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়াই সংবিধানে অন্তর্ভুক্তি করার দাবি করছে এবি পার্টি।’

বুধবার (২৩ জুলাই) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান এবি পার্টির চেয়ারম্যান।

আলোচনায় এবি পার্টির পক্ষ থেকে আরও অংশগ্রহণ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক। সাংবাদিক ব্রিফিংয়ে মঞ্জু আরও জানান, ‘ঐকমত্য কমিশনের বৈঠকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ প্রক্রিয়া নিয়ে আজকে আলোচনা হয়েছে।’

এর আগে কমিশনের পক্ষ থেকে এনসিসির মাধ্যমে সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা থেমে যায়। মঞ্জু বলেন, শুরুতেই নির্বাচন কমিশনের নিয়োগ নিয়ে আলোচনা হয়। বিএনপি আগের অবস্থান থেকে সরে এসে নির্বাচন কমিশনের গঠন সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন। এটিকে আজকের দিনের আশাব্যঞ্জক খবর হিসেবে উল্লেখ করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান আরও জানান, ‘আমাদের দলের পক্ষ থেকে আমরা দুদক, পিএসসি ও মহাহিসাব নিরীক্ষকসহ যাবতীয় সাংবিধানিক নিয়োগ প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি। এখানে ২-৩টি দল বাদ দিয়ে অধিকাংশ দল সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত চায়। সাংবিধানিক নিয়োগগুলোর পদ্ধতি সংবিধানে অন্তর্ভুক্ত থাকলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হওয়ার পথ রুদ্ধ হয়ে যাবে।’

মিডিয়া ব্রিফিংকালে এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ ও পল্টন থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন