মঞ্চে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম
ছবি- সংগৃহীত
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) দুপুরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি মঞ্চে পড়ে যান। চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে তিনি বসে বক্তব্য দেওয়া অব্যাহত রাখেন।
সমাবেশে শুরুতে বক্তব্যে ডা. শফিকুর রহমান আগামীর বাংলাদেশে দুর্নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্ব্যর্থহীন লড়াইয়ের ঘোষণা দেন। তিনি বলেন, “এই লড়াই আমরা তরুণদের শক্তিকে সঙ্গে নিয়ে জিতব ইনশাআল্লাহ। যতক্ষণ হায়াত আছে, ততক্ষণই আমি দায়িত্ব পালন করব।”
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, “জামায়াতে ইসলামী মালিক নয়, জনগণের সেবক হয়ে কাজ করবে।” বক্তব্যে তিনি একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারও করেন।
এর আগে সমাবেশে বক্তব্য দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “দীর্ঘ ১৭-১৮ বছর ধরে জামায়াত ও ইসলামী শক্তির ওপর নানামুখী নিপীড়ন চলেছে। আজকের সমাবেশ সেই গণবিস্ফোরণের বহিঃপ্রকাশ।”
সমাবেশের মূল পর্ব শুরু হয় দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার নেতাকর্মী যোগ দেন। সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে শুরু হয় প্রথম পর্ব। দুপুর সোয়া ১২টার দিকে আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে পৌঁছান এবং নেতাকর্মীদের আবেগঘন অভ্যর্থনায় সাড়া দেন।
জাতীয় সমাবেশে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়—এর মধ্যে রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট আয়োজন, এবং প্রবাসী ভোটারদের অধিকার নিশ্চিতকরণ। এছাড়াও ‘জুলাই অভ্যুত্থান’ ও ঘোষণাপত্র বাস্তবায়নের বিষয়ও গুরুত্ব পায়।
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সেইসঙ্গে ‘জুলাই অভ্যুত্থানে’ নিহত ও আহতদের পরিবারের প্রতিনিধিরাও মঞ্চে অবস্থান করেন।



