Logo
Logo
×

রাজনীতি

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৪:৪৯ পিএম

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৫৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি - সংগৃহীত

পোলগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দুটি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৩৫৪ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি করেছেন।

এ মামলায় ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে তিনশ’ জনকে। শনিবার বিকেল সোয়া তিনটায় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়েছে, বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল। এ পদযাত্রায় বাধা দিতে ওই দিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে আসামিরা ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে তারা উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে থাকে। ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আসামিরা সেখানে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুপুরের দিকে এনসিপির কেন্দ্রীয় নেতারা ওই সড়ক দিয়ে গোপালগঞ্জে গিয়ে পদযাত্রা ও সভায় যোগ দেন।





Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন