Logo
Logo
×

রাজনীতি

পিআর নির্বাচন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সক্ষম: মুস্তাফিজুর রহমান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ০৩:৫০ পিএম

পিআর নির্বাচন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সক্ষম: মুস্তাফিজুর রহমান

ছবি- সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচনের প্রস্তাবকে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার উপযুক্ত পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ‘জুলাই যোদ্ধা’ এম এস মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পেছনে রয়েছে জনগণের রক্ত, ত্যাগ। ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে আন্দোলন সফল হয়েছে আল্লাহর সহায়তায়।

সমাবেশে মুস্তাফিজ আরও দাবি করেন, ১৯ জুলাই ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট বন্ধ করে আন্দোলন দমনচেষ্টার পিছনে শিল্পপতিদের হাত ছিল, যারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে সমর্থন দিয়েছিলেন। কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হয়, কারণ জালিমরা কখনো সফল হতে পারে না।

তিনি উল্লেখ করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত দিয়েই আন্দোলনের ধারা রক্ষা পেয়েছে যখন পাবলিক শিক্ষার্থীদের দমন করা হয়েছিল। তিনি শিবির অপবাদে বিশ্বজিৎ হত্যার প্রসঙ্গ তুলে বলেন, কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়া অপরাধ নয়।

সমাবেশে জামায়াতে ইসলামী সাত দফা দাবি তুলে ধরে—যার মধ্যে রয়েছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, গণহত্যার বিচার, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ, মৌলিক সংস্কার ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন।

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে নিজস্বভাবে জাতীয় সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন