Logo
Logo
×

রাজনীতি

ট্রেনভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১১:১৮ এএম

ট্রেনভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে

ছবি - কমলাপুর রেলস্টেশন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন। সকাল থেকে যতগুলো ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে প্রতিটিতেই জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

শনিবার (১৯ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে

নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, বিগত সরকারের দমনপীড়নের কারণে জামায়াত দীর্ঘদিন এমন সমাবেশ আয়োজন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর এই সুযোগ তৈরি হয়েছে। তাই দলীয় নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার লক্ষ্যে তারা সমাবেশে এসেছেন।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা কায়কোবাদ আহম্মদ বলেন, আমরা ১০০ জনের একটা দল এসেছি। আসার সময় নিজেদের প্রয়োজনীয় পানির বোতল, চিড়া, বিস্কুট এনেছি। আশা করছি আমাদের সমাবেশ সফল হবে।

ফেনী থেকে আসা সাদ্দাম হুসাইন বলেন, আমরা অনেক আশা-আগ্রহ নিয়ে সমাবেশে এসেছি। সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।

সমাবেশেকে কেন্দ্র করে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে বাড়তি ভিড় দেখা গেছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন