Logo
Logo
×

রাজনীতি

পরস্পরের প্রতি উসকানিমূলক কথা বন্ধ করার আহ্বান এবি পার্টির

Icon

স্টাফ রিপোরর্টার :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮:৩৬ পিএম

পরস্পরের প্রতি উসকানিমূলক কথা বন্ধ করার আহ্বান এবি  পার্টির

ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ জুলাই অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল, সংগঠক ও অ্যাক্টিভিস্টদের পরস্পরের প্রতি হেয় করে উসকানিমূলক কথা বলা বন্ধ করার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। 

শুক্রবার (১৮ জুলাই) জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শহীদদের স্মরণে প্রতীকী কফিন রোড মার্চে এসব কথা বলেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

এবি যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকনের সঞ্চালনায় রাজধানীর বিজয় নগর, যাত্রাবাড়ী, বাড্ডা, উত্তরা, মীরপুরসহ বিভিন্নস্থানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাগুলোতে বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল,ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয় নেতারা। 

সব শহীদ ও অদম্য সংগ্রামীদের স্মরণে এবি পার্টি শুক্রবার এই প্রতীকী কফিন মার্চের আয়োজন করে। প্রতীকী কফিন মার্চ বিজয় নগরস্থ বিজয়-৭১ চত্বর থেকে শুরু হয়ে প্রথমে যাত্রাবাড়ী মোড়ে শহীদ চত্বরে যায়। এরপর ক্রমান্বয়ে বাড্ডা, উত্তরা হয়ে মীরপুর ১০ নম্বর চত্বরে এসে শেষ হয়।

পথসভায় মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅভ্যুত্থান ও অপরিসীম রক্তদানের লক্ষ‍্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। হাসিনার দুঃশাসনের অবসান বা তার পতনের মধ্যে আমাদের প্রত্যাশাকে সীমাবদ্ধ করলে হবে না। জুলাইয়ের অঙ্গীকার হতে হবে নিজেদের ভেতরকার স্বৈরতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধেও। আমাদের নিজেদের মধ্য থেকে কেউ যেন ফ্যাসিবাদী আচরণে অভ্যস্ত না হয় সে প্রতিজ্ঞা করতে হবে। 

তিনি বলেন, জানুয়ারিতে বিএনপি ও ইসলামী আন্দোলন অঙ্গীকার করেছিল—কেউ কাউকে হেয় করে কথা বলবে না। কিন্তু ইদানীং একে অপরকে ‘চরের দল’ এবং ‘চাঁদা তোলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’ বলে হেয় করে কথা বলেছেন। বিএনপি জামায়াতকে ‘রাজাকার’, জামায়াত বিএনপিকে ‘চাঁদাবাজ-দখলদার’ বলে উসকানিমূলক মন্তব্য করছেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন