Logo
Logo
×

রাজনীতি

‘জুলাই যোদ্ধাদের’ বরণে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার

Icon

কক্সবাজার প্রতিবেদক :

প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৬:৫৫ পিএম

‘জুলাই যোদ্ধাদের’ বরণে প্রস্তুত সমুদ্র শহর কক্সবাজার

.ছবি-যুগের চিন্তা

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে শনিবার থেকে শুরু হচ্ছে পাঁচ জেলার পদযাত্রা। এর অংশ হিসেবে শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছবেন এনসিপির কেন্দ্রিয় নেতারা।  এসব জুলাই যোদ্ধাদের বরণ করতে সমুদ্র শহর কক্সবাজারে সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন।

তিনি জানান, শনিবার কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা কর্মসূচি শুরু করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম,তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শুক্রবার রাতেই কক্সবাজার এসে পৌঁছবেন। শনিবার সকাল ১০ টার দিকে কেন্দ্রিয় বাস টার্মিনাল এলাকা থেকে শহরের প্রধান সড়ক হয়ে পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত মাঠে আসবেন। ওখানে জনসভা অনুষ্ঠিত হবে। যার জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন শেষে সকল দলের মানুষ বাস টার্মিনালে জমায়েত হওয়ার ইচ্ছে পোষণ করেছে। কক্সবাজারে জুলাই আন্দোলন যেভাবে শহরের বাইর থেকে শুরু করে ক্রমান্বয়ে শহরে প্রবেশ করেছে। সেই ভাবে প্রবেশ করতে পদযাত্রাটি। 

এস এম সুজা উদ্দিন বলেন, কক্সবাজার রাজনৈতিকভাবে উর্বর ভূমি। এটা আন্তর্জাতিক শহর। আশা করি এখানে গোপালগঞ্জের মতো কোন ঘটনা হবে না। এনসিপির পদযাত্রা নিয়ে পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় হয়েছে। আশাকরি সুন্দরভাবে আমাদের প্রোগ্রাম শেষ হবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ বলেন,সকল উপজেলায় প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বাস টার্মিনাল থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে জনসভায় রূপ নিবে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নেতারা ফেরার পথে চকরিয়া, ঈদগাঁও ও রামুতে যাত্রাপথে মানুষের সাথে কুশল বিনিময় করবেন এবং লিফলেট বিতরণ করবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন