গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : এনসিপি
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম
ছবি - বৃহস্পতিবার রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় ওই জেলায় দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নেওয়াসহ তিনটি দাবি জানিয়েছে দলটির নেতারা। আজ বৃহস্পতিবার রাতে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহানগর উত্তর শাখার সংগঠক মোস্তাক আহমেদ দাবিগুলো তুলে ধরেন।
বাকি দুই দাবি হলো হামলার ভিডিও ফুটেজ দেখে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার এবং এনসিপির বাকি জেলাগুলোর পদযাত্রা কর্মসূচির নিরাপত্তা আরও জোরদার করা।
আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় গোয়েন্দা তথ্য ছিল। তবে এত পরিমাণ যে হবে, ওই তথ্য হয়তো ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য প্রমাণ করে গোপালগঞ্জের ঘটনায় অন্তর্বর্তী সরকারের উদাসীনতা এবং দায়িত্বে অবহেলা রয়েছে। কোনোভাবেই স্বরাষ্ট্র উপদেষ্টা এ ঘটনার দায় এড়াতে পারেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর এমন আচরণ ভবিষ্যতে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা বিপন্ন করবে বলেও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা।
নিজাম উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে সারা দেশ থেকে অস্ত্রসহ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগে থেকে গোপালগঞ্জে জড়ো হয়েছিল। এনসিপির ওপর সন্ত্রাসীদের হামলার মূল উদ্দেশ্য ছিল জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতাদের হত্যা করা।
সংবাদ সম্মেলন শেষে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিতে আগামীকাল বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণাও দিয়েছে দলটি।



